আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেট ইসকন মন্দিরে দামোদর দীপদান উৎসবে ভক্তদের ভিড়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৮ ১৮:১৩:১৬

সিলেট :: ভক্তদের ভিড় বাড়ছে ইসকন সিলেটের মাসব্যাপি দামোদর দীপদান উৎসবে। বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে ভক্ত সমাগম।

শুক্রবার ছুটির দিনে সময় ও সুযোগকে কাজে লাগিয়ে পরিবার পরিজন নিয়ে চলে এসেছেন ইসকন মন্দিরে দামোদর দীপদান উৎসবে। ভক্ত-দর্শনার্থীদের পদচারণায় জমে উঠছে দীপদান উৎসব।

দীপদান উৎসবের শুরুর দিকে সব বয়সী ভক্ত-দর্শনার্থীরই দেখা মিলছে। কেই এসেছেন ঘুরতে কেউ বা আবার ভগবান দামোদরকে দীপদান করতে। সব মিলিয়ে দর্শনার্থীদের মধ্যেও দেখা গেল আনন্দের ছাপ।

ইসকন সিলেটের মিডিয়া পরিচালক সিদ্ধ মাধব দাস বলেন, গতবছর তুলনায় এবার ভক্ত-দর্শনার্থীদের সমাগম অনেক বেশী। বিকেল সাড়ে ৫টার মধ্যেই প্রতিদিন সহস্রাধিক দর্শনার্থী দীপদান উৎসবে আসেন। এর আগে কোনোদিন বিকেল সাড়ে ৫টার মধ্যে এতো দর্শনার্থী দীপদান উৎসবে আসেননি। আজ শুক্রবার সর্বোচ্চ ভক্ত ও দর্শনার্থী হয়েছে। আমরা আশা করছি সামনে দর্শনার্থী আরও বাড়বে।

সরেজমিনে দেখা যায়, নগরীর ইসকন মন্দির প্রাঙ্গণে দীপদান উৎসবে দর্শনার্থীদের ভিড় ক্রমশই বেড়ে যাচ্ছে। গাড়ি পার্কিং এলাকাও পরিপূর্ণ হয়ে গেছে। সন্ধ্যা আরতিতেও ভক্তদের অংশগ্রহণ ছিলো বেশ লক্ষণীয়।


সিলেটভিউ২৪ডটকম/১৮ অক্টোবর ২০১৯/এসএমডি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন