আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সড়ক দুর্ঘটনারোধে বৈধ লাইসেন্স'র বিকল্প নেই: জহিরুল ইসলাম মিশু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৮ ১৯:৩০:৪০

সিলেট :: নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু বলেছেন, সড়ক দুর্ঘটনা বর্তমানে বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে। যার কারনেই নিরাপদ সড়ক আন্দোলন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে বৈধ লাইসেন্স ও দক্ষ চালক এর বিকল্প নেই। প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অনেক প্রাণ অকালে ঝরে যাচ্ছে ও অনেক মানুষ পঙ্গুত্ববরণ করছে এবং অনেক সম্পদ নষ্ট হচ্ছে। তিনি চালক, যাত্রী, পথচারী সহ সবাইকে আইনের প্রতি আরও শ্রদ্ধাশীল হয়ে যথাযথভাবে সড়কে আইন মেনে চলা ও নিরাপদ সড়ক বাস্তবায়নে নিসচা কার্যক্রমে অংশগ্রহণ করার আহবান জানান।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল ৫টায় বিয়ানীবাজার উত্তরবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির কার্যালয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা নিসচা আয়োজিত মাইক্রোবাস, কার ও অটোরিক্সা মালিক ও শ্রমিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিয়ানীবাজার মাইক্রোবাস উপকমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল হকের সভাপতিত্বে ও নিসচা বিয়ানীবাজার শাখার আহবায়ক সুফিয়ান আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নিসচা মহানগর শাখার সভাপতি রোটা. এম. ইকবাল হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি মো. লুৎফুর রহমান, নিসচা গোলাপগঞ্জ উপজেলা সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত, নিসচা মহানগর শাখার যুব সম্পাদক তপাদার মুক্তার, বিয়ানীবাজার মাইক্রোবাস উপ-কমিটির কোষাধ্যক্ষ আতিকুর রহমান, সদস্য আফতাব উদ্দিন, সুহেল আহমদ, ফরহাদ আহমদ, জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সভাপতি ফরহাদ হোসেন, অটোটেম্পু অটোরিক্সা শ্রমিক জোট বিয়ানীবাজার শাখার কোষাধ্যক্ষ আব্দুল হাকীম নুনু মিয়া, নিসচা বিয়ানীবাজারের উপদেষ্টা প্রভাষক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, লোদী রাজু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিসচা বিয়ানীবাজারের সদস্য হাফিজ আমিনুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন নিসচা বিয়ানীবাজারের সদস্য সচিব শফিউর রহমান।

সিলেটভিউ২৪ডটকম/১৮ অক্টোবর ২০১৯/প্রেবি/জেএসি


শেয়ার করুন

আপনার মতামত দিন