আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

চন্দ সমাজ কল্যান সমিতির শিক্ষার্থী সংবর্ধনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৮ ১৯:৩৭:২০

সিলেট :: পুবালী ব্যাংক লিমিটেড ঢাকা’র উপ-মহা ব্যবস্থাপক রতন কুমার শীল বলেছেন, শ্রম ও স্বপ্নের মাধ্যমে মানুষের জীবনে সাফল্য আসে। শ্রম ও স্বপ্নের সমন্বয় ছাড়া জীবনের উন্নয়ন সম্ভব নয়। মানুষ যতোটা বড়ো স্বপ্ন দেখবে সে অনুযায়ী বড়ো হবে। তিনি শিক্ষার্থীদের জীবনের সফলতা সুন্দর সমাজ বিনির্মানে শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান।

চন্দ সমাজ কল্যাণ সমিতির সিলেট-এর উদ্যোগে আয়োজিত শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সমিতির শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহবায়ক অজিত কুমার শীল এর সভাপতিত্বে শুক্রবার (১৮ অক্টোবর) কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সোলেমান হলে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান বক্তা ছিলেন চন্দ সমাজ কল্যান সমিতির সভাপতি নন্দলাল চন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক-এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ, সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মতিলাল চন্দ, বিজয় চন্দ শীল, নিত্যানন্দ চন্দ ও করুনাময় চন্দ।  প্রভাষক দীপক চন্দ ও  উজ্জল রঞ্জন চন্দের যৌথ উপস্থাপনায় সভায় অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন চন্দ সমাজ কল্যান সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব কুমার চন্দ বিপু, অতিল চন্দ, সুযোগ চন্দ্র চন্দ,  সুদুর চন্দ, নিরজ্ঞন চন্দ্র চন্দ, অ্যাডভোকেট  রতন মনি চন্দ, অ্যাডভোকেট রুপক চন্দ, চন্দ যুব সমাজ-এর সভাপতি অতুল চন্দ মানিক, তপন কান্ত চন্দ, গোলাপ চন্দ শাওন, কৃপেন্দ্র চন্দ মনু, সেলুন মালিক সমিতির সভাপতি নান্টু মোহন চন্দ, বিমল চেীধুরী, অকিল চন্দ, করুনাময় চন্দ, রতিশ চন্দ্র চন্দ, নিত্যানন্দ চন্দ নিতাই,  সুদীপ চন্দ তালুকদার প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন দিলীপ কুমার শীল, স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক দীপক চন্দ, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ঐশি চন্দ। অনুষ্ঠানে ৮৪জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান বিতরন করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক সিলেটের ডাক এর বার্তা  সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর বলেন, শিক্ষা ছাড়া জীবনের  উন্নয়ন সম্ভব নয়। চন্দ সমিতি শিক্ষাথীদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে শিক্ষাথীদের উৎসাহ  প্রদানের মাধ্যমে আগামীর পধে এগিয়ে যেতে সহযোগিতা করছে।

সিলেটভিউ২৪ডটকম/১৮ অক্টোবর ২০১৯/প্রেবি/জেএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন