আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

বাতিনিকেতন মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৮ ২১:৫৫:০৪

সিলেট :: হাটখোলা-জালালাবাদের সমন্ময়ে গঠিত"তিমির ভূবনের দিপ্ত কুসুম" স্লোগানে উজ্জিবিত সামাজিক সংগঠন বাতিনিকেতন'র উদ্যোগে আয়োজিত ২য় মেধা বৃত্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় শুরু হওয়া মেধাবৃত্তি পরিক্ষায় দুই ইউনিয়নের (হাটখোলা-জালালাবাদের) প্রাথমিক পর্যায়ের ৩৯টি শিক্ষা প্রতিষ্টানের মোট ১৮৪জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এতে পরিক্ষা নিয়ন্ত্রকের দায়ীত্বপালন করেন বাতিনিকেতন সভাপতি মুহাম্মদ কুতুব আল ফরহাদ।

স্থানীয় শিবের বাজার রাজারগাঁও উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষা পরিদর্শন করেন- রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, আল-হেরা একাডেমী স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আল ইমরান, শিবের বাজার পুলিশ ফাড়ির দয়িত্বরত পুলিশ রশিদ আহমদ।

পরিক্ষায় হল গার্ডের দায়ীত্ব পালন করেন বাতিনিকেতন দায়িত্বশীল, জুনাইদুল ইসলাম জুনেদ,সাঈদ আমিন মিলাদ, হাফিজুর রহমান, রাসেল আহমদ, ইসলাম উদ্দিন, সাদিক আহমদ, ফাহাদ আহমদ, আমিনুল ইসলাম।

স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন-বাতিনিকেতন দায়িত্বশীল সুলাইমান আহমদ, সাদিক আহমদ, আল মহসিন, জাবের আহমদ, হাফিজ মুশাহিদুল ইসলাম, আলী আহমদ, হাফিজ মোহাম্মদ আলী, হাবিব আরিয়ান, শহীদ আহমদ, আসাদ আহমদ, আরিফুল ইসলাম, সাহেদ আহমদ, সাঈদ আহমদ, সামি আহমদ প্রমূখ।
 
সিলেটভিউ২৪ডটকম/১৮ অক্টোবর ২০১৯/প্রেবি/জেএসি


শেয়ার করুন

আপনার মতামত দিন