আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

গোলাপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়ী ভাংচুর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৮ ২৩:৫৭:৫২

সিলেট :: গোলাপগঞ্জের পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বসতঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

ঘটনাটি শুক্রবার বাদ জুম্মা ঢাকাদক্ষিন ইউপির উপর বারকোট (হনাটিকর) ডা. আব্দুল মতিনের বাড়ীতে ঘটে।

এ ঘটনায় মৃত আব্দুস শহিদের পুত্র কামরুল ইসলাম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ্য করা হয়, উপর বারকোট এলাকার ডা. আব্দুল মতিন ও প্রতিবেশী মাতাব উদ্দিন গংদের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। দীর্ঘ বিরোধ নিরসনের লক্ষে ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, ইউপি সহ ও গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বিষয়টি সালিশে আসে। গত বৃহস্পতিবার এ নিয়ে বৈঠক থাকার কথা থাকলেও ধার্য্য দিন আগামী বুধবার প্রস্তাব করা হয়। বিষয়টি সালিশের মাধ্যমে গেলেও প্রতিপক্ষের লোকজন শুক্রবার জুম্মার নামাজের সময় বসতবাড়ীর পেছনের দিক থেকে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে বাড়ীর কয়েকটি দরজা ও জানালায় ধারালো দা দিয়ে ক্ষয়ক্ষতি করে। এছাড়া প্রতিপক্ষ ঘরে প্রবেশ করে ৫০ হাজার টাকার মালমাল ও ১০ হাজার টাকার চারাগাছ কেটে ক্ষতিসাধন করে।

এ ঘটনায় ডা. আব্দুল মতিন জানান, জুম্মার নামাজ পরে বাড়ীতে পুরুষ মানুষ ছিল না। মাতাব উদ্দিনের পুত্ররা ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। আমাদের ব্যবসায়ীক টাকা পয়সা লুটে নিয়ে যায়। এছাড়া মাতাব উদ্দিন গংরা আমাদের প্রাণে মারার হুমকি দিয়ে আসছে।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমানের সাথে আলাপ করা হলে তিনি জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।


সিলেটভিউ২৪ডটকম/১৮ অক্টোবর ২০১৯/আরএইচএস/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন