আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

পুলিশের খাঁচায় বিশ্বনাথের আশিক আলী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৯ ০৯:৪১:৪৪

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: প্রতারণা-জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মানবপাচারকারী আশিক আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার রামপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আশিক আলী উপজেলার রামপাশা ইউনিয়নের শেখপাড়া-ধলীপাড়া মৃত আবদুল মান্নানের ছেলে। সে দীর্ঘ দিন থেকে মানবপাচারের সঙ্গে জড়িত।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান।

জানা গেছে, উপজেলার কাউপুর গ্রামের আকবর আলীর ছেলে ফয়ছল আহমদ বাদি হয়ে গত বছর ১৫ আগস্ট জালিয়াতী-প্রতারণা ও পাসপোর্ট আটকে রাখার অভিযোগ এনে আশিক আলী ও তার ভাই আমির শাহজাহানের (৩৫) বিরুদ্ধে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতে মামলা করেন। মামলা নং সি.আর ১৮৯/২০১৮। পরে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান ওই মামলার তদন্ত করেন। তদন্তে বাদির লিখিত অভিযোগের সত্যতা পেয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান গত ২২ জুন আদালতে মামলার চার্জশিট দাখিল করেন।

এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান বলেন, মামলার অপর অভিযুক্ত পলাতক আমির শাহজাহানকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৯ অক্টোবর ২০১৯/ পিবিএ/কেআরএস


শেয়ার করুন

আপনার মতামত দিন