আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

শমশেরনগর সড়ক সংস্কারে কাজে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-২০ ১৫:৪৪:১৩

জয়নাল আবেদীন, কমলগঞ্জ :: মৌলভীবাজারের শমশেরনগর-কমলগঞ্জে গুরুত্বপূর্ণ সড়কের স্থান শমশেরনগর পুলিশ ফাঁড়ি এলাকা। বিমান বন্দর এলাকা থেকে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে সাড়ে ২০ কি:মি: রাস্থার উন্নয়ন কাজ চলমান থাকলেও গুরুত্বপূর্ণ স্থান শমশেরনগর বাজার পুলিশ ফাঁড়ি হতে কালিবাড়ী মন্দির এলাকায় ভোগান্তিতে রয়েছে যানহনসহ জনসাধারণ।

এ নিয়ে অনলাইন পত্রিকা ‘সিলেটভিউ২৪ডটকম’সহ বিভিন্ন জাতীয় দৈনিকে খবর প্রকাশের পর শেষ পর্যন্ত সংস্কারে এগিয়ে এলো শমশেরনগর ব্যবসায়ী কল্যাণ সমিতিসহ স্থানীয় লোকজন। রবিবার এ সংস্কারের কাজ শুরু হয়েছে।

জানা যায়, শমশেরনগর-কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ২০ দশমিক ৫ কিলোমিটার সড়কে সাড়ে ৪৭ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। এ উন্নয়ন কাজের প্রায় ৮৫ ভাগ কাজ সম্পন্ন হওয়ার পথে। তবে শমশেরনগর বাজারের কালীবাড়ি সংলগ্ন এলাকার ৫শ’ মিটার ও উপজেলা সদরের চৌমুহনী ও ভানুগাছ বাজারে ৪শ’ মিটার রাস্তা বাদ দিয়ে উন্নয়ন কাজ চলছে। ফলে অতিরিক্ত যানবাহনের চাপে এ রাস্তা এখন বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া প্রতি গর্তে কাঁদা পানিতে ভরপুর রয়েছে। তাই এসব স্থানে দিন দিন জন দুর্ভোগ বাড়ছে।

মানুষের চলাচলে কষ্ট লাঘবে ব্যবসায়ী সমিতির নিজস্ব অর্থায়নে সাধ্যমত এ সংস্কার কাজ করছেন। প্রতিনিয়ত চলাচল করা গাছ, ইট, বালুর গাড়ি বিনষ্ট করছে সড়কগুলো। কখনো সড়ক বিভাগের সংস্কার কাজ চললেও এসব ভারি পরিবহনে অল্প সময়ে চেহারা পাল্টে আগের অবস্থায় ফিরে আসে। তাই সামান্য বৃষ্টি হলেই যোগাযোগ ক্ষেত্রে নরক যন্ত্রণা ভোগ করতে হয় শমশেরনগর এলাকার হাজার হাজার জনগণের।

পথচারী মকবুল হোসেন জানান, এ কাজ যারা করতেছেন তাদেরকে আল্লাহ ভালা করবা। আর আমাদের চলতে ভাল লাগবে।

শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান জানান, জন দুর্ভোগের কথা চিন্তা করে সড়ক মেরামতে নিজস্ব অর্থায়নে সাধ্যমতো কাজ চালিয়ে যাচ্ছে সমিতির তরুণরা।

তিনি আরও বলেন, প্রত্যেক এলাকার লোকজন ও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে কষ্ট হলেও এ কাজ করা হচ্ছে। শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সম্পাদক মোশাইদ আলী জানান, জন দুর্ভোগের নিজস্ব অর্থায়নে ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় এ কাজ করা হচ্ছে। এভাবে প্রতিটি এলাকায় তরুণ সমাজ এগিয়ে আসে কাজের ধারা অনেকটাই এগিয়ে আসবে। এতে বরাদ্দ হবে, সংস্কার কাজ চলবে এ আশায় বসে থাকতে হবেনা।

এ ব্যাপারে মৌলভীবাজারের সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী আরিফ হোসেন বলেন, বাজারের ব্যবসায়ীরা একটু সচেতন হলে সড়ক এ ভাবে ভেঙ্গে যেতনা। এখন বাজার ব্যবসায়ী সংগঠন সেচ্ছাশ্রমে কাজ করছে তাদের কাজ প্রসংশনীয়। এর পরও ভাঙ্গাচুরা রাস্তা ইট সলিং দিয়ে উন্নয়ন কাজ করে দেওয়া হবে। পরবর্তীতে বাদপড়া এলাকায় সিসি ঢালাই কাজ হবে।


সিলেটভিউ২৪ডটকম/২০ অক্টোবর ২০১৯/জেএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন