আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

আইয়ুব বাচ্চুর স্মরণে সিলেটের স্টুডিও বেতাল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-২২ ১২:৫৯:১১

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের ব্যান্ড সংগীতের প্রবাদ পুরুষ প্রয়াত আইয়ুব বাচ্চুর স্মরণে তাঁরই গাওয়া গান নিজেদের মতো করে পরিবেশন করেছে সিলেটের ‘স্টুডিও বেতাল’।

গত ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকীতে গানটি ‘স্টুডিও বেতাল’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

হোসেন ইমামের লেখা ‘আমি যাব চলে’ গানটিতে কন্ঠ দিয়েছেন রেজওয়ান রাজ। এছাড়া যন্ত্রে ছিলেন নাহিদ চৌধুরী, সৈয়দ ওয়ালি, পিংকু সরকার, শিশির দত্ত, শাওন কর ও পলাশ চৌধুরী। ভিডিওটিতে স্পেলাশ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন পিংকু বৈদ্য। নির্দেশনায় ছিলেন ফায়িদ রহমান ও ছবি নির্দেশনায় ছিলেন এ কে তালুকদার।

পুরো ভিডিওটি তৈরি করেছে রেড আই প্রোডাকশন।

এ ব্যাপারে ‘স্টুডিও বেতাল’র পরিচালক শাওন কর জানান, যার গান শুনে বড় হয়েছি, সংগীতে ডুবেছি, গিটারের সুরে পাগল হয়েছি তিনি স্যার আইয়ুব বাচ্চু। যিনি আমাদের বাংলা ব্যান্ড সংগীতের প্রবাদ পুরুষ। উনার তুলনা উনি নিজেই। উনার অনেক গানের মধ্যে আমার কেন জানি এই গান টা সব সময় খুব বেশি ভাল লাগে। গান টা অনেক আগে করেছিলাম খুব ইচ্ছা ছিল উনাকে শোনানোর। পারিনি আর কোন দিন পারবও না। আমরা আমাদের ক্ষুদ্র মেধায় যতটুকু পেরেছি আমাদের মত করে উনার প্রতি শ্রদ্ধা, ভালবাসা থেকে গানটি পরিবেশনের চেষ্টা করেছি।

সিলেটভিউ২৪ডটকম/২২ অক্টোবর ২০১৯/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন