আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

চালিবন্দর থেকে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৭ ২১:১০:৫৫

সিলেট :: সিলেট নগরীর চালিবন্দর এলাকা থেকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ স্কুল ছাত্রের নাম অঞ্জনাভ শ্যাম পিয়াল (১৫)। বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সিলেট কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৫০৮, ০৭/১১/১৯) করেছেন নিখোঁজ পিয়ালের বাবা অ্যাডভোকেট অরুপ শ্যাম বাপ্পী।

ডায়েরি সুত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার পর থেকে চালিবন্দর সমতা-৪৬ নম্বর বাসা থেকে অঞ্জনাভ শ্যাম পিয়ালকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পাড়া, প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ সম্ভ্যাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ অঞ্জনাভ শ্যাম পিয়ালের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। দেহ মোটা আকৃতির এবং সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজের সময় তার পরনে ছিল পেইস্ট কালারের গেঞ্জি, জিন্সের প্যান্ট ও পায়ে নীল রংয়ের জুতা।

যদি কেউ তার সন্ধান পেয়ে থাকলে পিয়ালের বাবা অরূপ শ্যাম বাপ্পীর মোবাইলে (০১৭১১-৮১৩৮৪৬) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/৭ নভেম্বর ২০১৯/ডিজেএস/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন