আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

গোয়াইনঘাটে মোটরসাইকেল চালককে স্যালুট জানালেন ওসি!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৭ ২১:১৯:৫৬

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট :: সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সাধারণ জনগণকে অনুপ্রেরণা ও উৎসাহ দিয়ে যাচ্ছেন পুলিশের সদস্যরা। আইন পালনকারীরা পাচ্ছেন সাধুবাদ ও সম্মাননা। পুলিশের এ ধরণের ভূমিকা এ আইন বাস্তবায়নে উপযোগী হবে বলে জানিয়েছেন সাধারণ জনগণ।

সিলেট জেলার প্রতিটি উপজেলার ন্যায় গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী সালুটিকর বাজারে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন সম্পর্কে ট্রাফিক সচেতনতা মূলক সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে এসব কর্মসূচি পালনকালে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো আব্দুল আহাদের নেতৃত্বে আম্বরখানা-ভোলাগঞ্জ মহাসড়কের সালুটিকর বাজার পয়েন্টে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় ট্রাক, পিকআপ, কাভার্ভ ভ্যান, বাস, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের রেজিস্ট্রেশন, ইন্সুরেন্স, ফিটনেস, চালকের ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেল চালকের হেমলেটসহ প্রয়োজনীয় সকল প্রকার পত্রাদি পরীক্ষা করা হয়।

চেকপোস্ট চলাকালে আলাজুর রহমান নামের এক যুবক মোটরসাইকেল নিয়ে চেকপোস্টের সামনে উপস্থিত হন।আলাজুর রহমানের ড্রাইভিং লাইসেন্স, তার মোটরসাইকেলের সকল পত্রাদি, হেমলেটসহ প্রয়োজনীয় সকল প্রকার পত্রাদি যথাযথ পেয়ে থাকে স্যালুট করেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো আব্দুল আহাদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো সালাহ উদ্দিন, ট্রাফিকের টিআই মারিকুল ইসলাম, নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ. মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুল হাসান, বিশিষ্ট সমাজসেবী লুৎফর রহমান, ট্রাক শ্রমিক গোয়াইনঘাট উপজেলা পশ্চিম উপ- কমিটির সভাপতি হাফিজুর রহমান, সহসভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সুমন,সহ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী ফরিদ মিয়া,সালুটিকর ইমা লেগুনা শাখার সাধারন সম্পাদক আলাজুর রহমান। এছাড়া এসআই সুরঞ্জিত তালুকদার, এসআই বাছেদ মিয়া,এএসআই মামুন রশিদ প্রমুখ।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো আব্দুল আহাদ বলেন, মোটরসাইকেল আরোহী আলাজুর রহমানের ড্রাইভিং লাইসেন্স, হেমলেট, রেজিস্ট্রেশন পত্র,ইন্সুরেন্সসহ প্রয়োজনীয় সকল প্রকার কাগজাদী সঠিক থাকায় তাকে স্যালুট জানাই। যাতে সকল প্রকার যানবাহনের সম্মানিত চালক ভাইয়েরা তা দেখে উৎসাহিত হন এবং পরিবহন আইন সম্পর্কে সঠিক ধারণা রেখে তা পালনে সচেষ্ট হন।

সিলেটভিউ২৪ডটকম/৭ নভেম্বর ২০১৯/এএম/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন