আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

শ্রমবাজার নিয়ে মাহাথিরের সঙ্গে প্রবাসীমন্ত্রীর সাক্ষাৎ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৮ ০১:৩২:৩৬

সিলেটভিউ ডেস্ক :: মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মাহাথিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের বিভিন্ন খাতে নিয়োগের বিষয়ে মাহাথিরের সহযোগিতা কামনা করেন।

ইমরান আহমদ বাংলাদেশের বর্তমান শ্রমবাজারের বিষয়ে মালেশিয়ার প্রধানমন্ত্রীকে বিস্তারিত ধারণা প্রদান করেন।

এর আগে গত বুধবার কুয়ালালামপুরে মালয়েশিয়ায়র মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারানের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বৈঠকে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার ন্যূনতম অভিবাসন ব্যয়ে দ্রুত সময়ে খোলার বিষয়ে ঐকমত্য হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী মাহাথিরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি দুই দেশের ভ্রাতৃপ্রতীম মধুর সম্পর্কের কথা উল্লেখ করে বিভিন্ন ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশের পক্ষে সুদৃঢ় অবস্থানের জন্য ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/৮ নভেম্বর ২০১৯/ডেস্ক/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন