আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

জেল হত্যা দিবস উপলক্ষ্যে বিশ্বনাথে জয় বাংলা পরিষদের সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৮ ১২:২৩:২৬

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: জেল হত্যা দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে জয়বাংলা পরিষদ দশপাইকা বাজার শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে উপজেলার চাউলধনী স্কুল এন্ড কলেজের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন জয় বাংলা পরিষদ কেন্দ্রীয় সভাপতি সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার পাশাপাশি জাতিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার ধারাবাহিকতায় একই বছরের ৩ নভেম্বর স্বাধীনতা বিরোধী চক্র কারাবন্দি অবস্থায় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে। এ ঘৃণ্য হত্যাকান্ডের মাধ্যমে স্বাধীনতার পরাজিত শক্তি, দেশবিরোধী চক্র বাংলার মাটি থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল।

জয় বাংলা পরিষদ দশপাইকা বাজার শাখার সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কবির আহমদ, বিশ্বনাথ বন্ধুসভার সহ সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ার, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাবেক সভাপতি বদরুল ইসলাম মহসিন, সংগঠক সফিক আহমদ পিয়ার। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আকবর আলী, যুগ্ম সম্পাদক সিতাব আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দশপাইকা আলীম মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা আবদুল খালিক, হাজী মজিদ আলী, আওয়ামী লীগ নেতা কবির আহমদ, সংগঠক আকবর আলী, সংগঠনের সহ প্রচার সম্পাদক রুমন আহমদ, সদস্য মঈন উদ্দিন, হোসাইন আহমদ, লোকমান আহমদ, রুমেল আহমদ, মুজিবুর রহমান, বদরুল আমিন, সোলেমান আহমদ, রেদোয়ান আহমদ ইমন, রেজাউল করিম, রায়হান উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/৮ নভেম্বর ২০১৯/পিবিএ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন