আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে চলছে সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৮ ১৮:২৫:৩৬

সিলেট :: মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে চলছে ‘বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহ ২০১৯’। এমইউ কালচারাল ক্লাব এবং এমইউ ডিবেটিং ক্লাবের উদ্যোগে এই সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, রবীন্দ্র-নজরুল মঞ্চে বৃহস্পতিবার দুপুরে সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নন্দলাল শর্মা, ট্রাস্টি বোর্ডের সদস্য মুহিতুল বারী রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, পরিচালক, ছাত্রকল্যাণ উপদেষ্টা, কালচারাল ক্লাব এবং ডিবেটিং ক্লাবের সভাপতি, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহে রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, আবৃত্তি, অঙ্কন, পোস্টার তৈরি, নৃত্য প্রভৃতি বিষয়ে অংশগ্রহণ করছে শিক্ষার্থীরা। আগামী ১৩ নভেম্বর পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে এই সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহ।

সিলেটভিউ২৪ডটকম/৮ নভেম্বর ২০১৯/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন