আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ছাত্রলীগ নেতা পিনুর উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মিছিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৮ ২০:২০:৪১

সিলেট :: গোলাপগঞ্জে জেলা ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মনিরুল হক পিনুর উপর হামলাকারী ‘জামাত-শিবিরের সন্ত্রাসীদের’ দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যাগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি হেতিমগঞ্জ বাজারের সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় একটি সেন্টারে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগ নেতা হোসেন আহমদ খোকার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ। যুবলীগ নেতা কবির আহমদ ও ছাত্রলীগ নেতা আরাফাত হকের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল।

ছাত্রলীগ নেতা লিমন আহমদের কোরআন তেলাওয়াত ও হাম্মাদ আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে স‚চিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাছুম আহমদ, আওয়ামী লীগ নেতা কামরান আহমদ, উপজেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, ফখরুল ইসলাম, জেবুল আহমদ জেবুল, নির্যাতিত নেতা মনিরুল হক পিনু, জেলা ছাত্রলীগ নেতা হক মোহাম্মদ সোপান, ছাত্রলীগ নেতা আবু তাহের শুভ।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ, সুলেমান আলী, সুহেল বক্স, এনায়েত করীম খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আকবর হোসেন লাভলু, পৌর ছাত্রলীগের সভাপতি কামরান আহমদ, আওয়ামীলীগ নেতা সৈয়দ হাসান আহমদ, সফি চৌধুরী, যুবলীগ নেতা আলী আকবর লাল, সামাদ আহমদ, মামুনুর রশীদ দুলাল, আব্দুল হেকিম, রেদওয়ানুল করীম, নাসির উদ্দিন পিন্টু, মুবিন জুনেদ, ইতালী ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তাফিজ হক মহন, শুভ দেব, সুলতান মাহমুদ উপজেলা ছাত্রলীগ নেতা জুবের আহমদ মামুন, আবু তাহের, ফারহান আহমদ মারজান, সাকিল হোসেন,মাসুম আহমদ, খায়রুল হক, লিমন আহমদ, সাহেদ আহমদ, হাসান আহমদ, সাজিদুর রহমান, ফাহিম আহমদ, মারজান আহমদ, লিটন আহমদ রনি, পারভেজ আহমদ, ফাহমি আহমদ, নাঈম আহমদ প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘২০১৩ সালের ৫ নভেম্বর জামাত-শিবিরের সন্ত্রাসীরা মনিরুল হক পিনুকে প্রাণে মারার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা চালায়। সন্ত্রাসীরা পিনুর বাম পায়ের রগ কেটে ও মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মৃত ভেবে ফেলে রেখে যায়। এ ঘটনায় মামলায় জড়িতদের আদালত শাস্তি দিলে জড়িতরা বিভিন্ন দেশে পালিয়ে যায়।’ বক্তারা সন্ত্রাসীদের দেশে এনে রায় কার্যকর করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সিলেটভিউ২৪ডটকম/৮ নভেম্বর ২০১৯/প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন