আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

আ.লীগে নিষ্ঠাবান নেতাকর্মীদের স্থান দিতে হবে: এমপি কয়েস

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৮ ২১:২৮:৫৮

সিলেট :: সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সিলেট-৩ আসনের এমপি  মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত রাজনৈতিক দল। দলের নেতাকর্মীদের কর্মকান্ড মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। তাহলে দলের প্রতি জনগণের আস্থা সুদৃঢ় হবে। আওয়ামী লীগে কোন অনুপ্রবেশকারীর স্থান নেই। বির্তকিত ব্যক্তিকে এ দলে যোগদানের সুযোগ নেই। তাই দলের কার্যক্রম সুসংগঠিত রাখতে ত্যাগী, সৎ ও নিষ্ঠাবান নেতাকর্মীকে কমিটিতে স্থান দিতে হবে।

মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি শুক্রবার বিকালে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দক্ষিণ সুরম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী রইছ আলীর পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা মইনুল ইসলাম, শহিদুর রহমান শাহীন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন ও সাহেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, আব্দুল মতিন, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, আব্দুর রব, সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখন, তপন চন্দ্র পাল, এডভোকেট মাহফুজুর আলম, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন, নেছার আলী, আতিকুর রহমান মাষ্টার, মতিউর রহমান মতি, হাজী আতিকুর রহমান, মুহিদ হোসেন, ওয়েছ আহমদ, মুজিবুর রহমান, তুহিন চৌধুরী, তোয়াজিদুল হক তুহিন, ছাদ উদ্দিন, আনোয়ার হোসেন মাষ্টার, যুবলীগ নেতা আশিক আলী, সাদিকুর রহমান, জালাল আহমদ, সেলিম আহমদ মেম্বার, কয়েছ আহমদ মেম্বার, আজির উদ্দিন, কামাল আহমদ মেম্বার, শাহনুর মেম্বার প্রমুখ।

কর্মী সভায় আব্দুল হাই আতিক মাষ্টারকে আহবায়ক, আবু সাঈদ সাদ, নেছার আলী, হাজী ফরুক মিয়া, সৈয়দ মুহিত হোসেন, সালেহ আহমদ ছালিক, জালাল উদ্দিন ও রুহেল খন্দকার যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/৮ নভেম্বর ২০১৯/প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন