আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

সিলেট সিটিতে সেরা করদাতা হলেন যারা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৯ ০১:১০:৩৭

সিলেটভিউ ডেস্ক :: জাতীয় পর্যায়ের পর এবার সিটি কর্পোরেশন ও জেলাগুলোর সেরা করদাতাদের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রতিটি সিটি করপোরেশন ও জেলা থেকে তিনজন সর্বোচ্চ করদাতা, দুজন দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী এবং একজন করে নারী ও তরুণ করদাতাকে মনোনীত করা হয়েছে। সব মিলিয়ে ৫২১ জন করদাতাকে এবার সম্মাননা দেবে এনবিআর। বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করা হয়েছে। গত ২০১৮-১৯ অর্থবছরের আয়কর বিবরণীর ভিত্তিতে তালিকাটি করা হয়েছে।

অবশ্য কয়েক বছর ধরেই এ ধরনের সম্মাননা দিয়ে আসছে এনবিআর। ১৪ নভেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা বিভাগের সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হবে। বাকিদের বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে সম্মাননা দেবে সংশ্লিষ্ট কর অঞ্চলগুলো।

সিলেট সিটি করপোরেশন পর্যায়ে সর্বোচ্চ করদাতা হয়েছেন এ কে এম আতাউল করিম, নাসিম হোসেন ও ফরিদ বক্স। দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী হয়েছেন আফতাব চৌধুরী ও মঈনুল হক চৌধুরী। সেরা নারী করদাতা হয়েছেন শামসুন নাহার বেগম ও তরুণ করদাতা হয়েছেন দেবাংশু দাস।

সিলেটভিউ২৪ডটকম/৯ নভেম্বর ২০১৯/ডেস্ক/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন