Sylhet View 24 PRINT

উন্নত রাষ্ট্রে পরিণত করতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৯ ২০:৪১:৫৪

সিলেট :: পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে। আর্ত পীড়িত মানুষের কল্যাণ সাধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। সরকারে পাশাপাশি এপেক্স ক্লাবগুলো আর্ত মানবতার সেবায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এপেক্স ক্লাব মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আজ শনিবার সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলে এপেক্স ক্লাব অব স্যাংটাম সিলেট এর উদ্যোগে এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর ৩৫তম কনভেনশন-২০১৯ এর স্যাংটাম এপেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি মানবতার কল্যাণে এপেক্স ক্লাবগুলোকে আরো বেশি বেশি কাজ করার আহবান জানান।

এপেক্স বাংলাদেশের জেলা-৪ এর গভর্নর এপেক্সিয়ান মোঃ ইফতেখার হোসেন মনি’র সভাপতিত্বে ও সঞ্চালনায় কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান এম.এ কাইয়ুম চৌধুরী, সহ সভাপতি এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু, সদ্য অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল, পিরোজপুরের জেলা ও দায়রা জজ এম.এ মান্নান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল.জি, পিএনপি এপেক্সিয়ান আব্দুল খালিক এডভোকেট, এলজিপিএনপি এপেক্সিয়ান ড. জবিউল হোসেন, এপেক্সিয়ান এডি ববী, এপেক্সিয়ান আব্দুর রউফ দীলিপ, এলজিপিএনপি এপেক্সিয়ান মোঃ রমিজ উদ্দীন, এপেক্সিয়ান চন্দন দাশ, এপেক্সিয়ান আসলাম হোসাইন, এলজি এপেক্সিয়ান এডভোকেট এ.কে.এম শমিউল আলম, এপেক্সিয়ান এডভোকেট নুরুর রহমান, এপেক্সিয়ান মুজিবুর রহমান, এপেক্সিয়ান এডভোকেট আয়াছুর রহমান, এপেক্সিয়ান এডভোকেট রেজাউল ইসলাম, এপেক্সিয়ান এডভোকেট মাসুম আহমদ, কনভেশন চেয়ারম্যান এপেক্সিয়ান মাহবুব আলম প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এপেক্সিয়ান জালাল উদ্দিন।
পরে দ্বিতীয় পর্বে কনভেনশনের বিজনেস সেশন অনুষ্ঠিত হয়। কনভেশনে দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। কনভেশন উপলক্ষে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দকে এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুল উপহার দেয়া হয়।

এর আগে বেলুন উড়িয়ে ৩৫তম জেলা কনভেশনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/ ০৯ নভেম্বর ২০১৯ /প্রেবি/জেএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.