আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

সিলেট থেকে ছেড়ে যাওয়া উদয়ন ট্রেন দুর্ঘটনা: তদন্ত কমিটি গঠন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১২ ০৯:৫২:১৮

নিজস্ব প্রতিবেদক :: ব্রাহ্মনবাড়িয়ার কসবায় সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের সাথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্ণানিশিতা ট্রেনের মুখোমুুখি সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়।

রেল পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত ৩টায় এ রেলপথের মন্দভাগ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিতা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী উদয়ন এক্সপ্রেসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এ হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার পর চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কসবার ইউএনও মাসুদ উল আলম জানান, এ পর্যন্ত ১৫ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। ৯ জনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে, বাকি ৬ জন বিভিন্ন হাসপাতালে মারা যায়। আহত এ পর্যন্ত ৭৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

সিলেটভিউ২৪ডটকম/ ১২ নভেম্বও ২০১৯/ শাদিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন