আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে আয়কর মেলার উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৪ ১২:২৮:০৮

নিজস্ব প্রতিবেদক :: কর অঞ্চল সিলেটের আয়োজনে আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, মানুষ আয়কর দিতে প্রস্তুত। বাংলাদেশের মানুষ এখর আর অভাব অনটনে নেই। আগে আয়কর নিয়ে মানুষের মধ্যে সঠিক ধারণা ছিলনা, কিন্তু এখন মানুষ আয়কর সম্পর্কে জানতে পারছে এবং আয়কর দিতে উদ্বুদ্ধ হচ্ছে।

সিলেটের কর কমিশনার রনজিত কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি কামরুল আহসান বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, কাস্টমস, এক্সাইচ ও ভ্যাট কমিশনার গোলাম মো. মুনির, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ টি এম শোয়েব ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল ফজল।

সিলেটভিউ২৪ডটকম/১৪ নভেম্বর ২০১৯/এসএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন