আজ সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ ইং
![]() |
সিলেট :: দীর্ঘ ২ বছর বিরতির পর পুনরায় জেগে উঠা, সিলেটের স্বনামধন্য মিউজিক্যাল ক্লাব ফ্লেইমস মিউজিক্যাল ক্লাবের পথচলা প্রতিনিয়ত জানান দিচ্ছে তাদের দৃঢ় অবস্থানের, বাধা ভেঙ্গে সামনে এগিয়ে যাওয়ার।
এরই ধারাবাহিকতায়, আগামী ২১ নভেম্বর ফ্লেইমস আয়োজন করতে যাচ্ছে এ বছরে তাদের দ্বিতীয় কনসার্ট- ‘Flames Presents- Fury of the Storm’। যেখানে পারফর্ম করবে দেশের অন্যতম বিখ্যাত ব্যান্ড ‘আর্ক (হাসান)’এবং উদীয়মান ব্যান্ড ‘স্টোন’।
২০১৯ সালে ঘোষিত ফ্লেইমসের নতুন কমিটির সভাপতি দেবপ্রিয় দেব শুভ এবং সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী চৌধুরীর নেতৃত্বে এটি ফ্লেইমস’র প্রথম শো।
উল্লেখ্য, বহুদিন পর হাসান তার ব্যান্ড আর্ক নিয়ে সিলেটে পারফর্ম করতে আসছেন। আর্ক ও স্টোন- দুই ব্যান্ডের একসাথে সিলেট আসার খবরে, সিলেট ব্যান্ড ফ্যানদের মধ্যে বইছে খুশীর হাওয়া।
আয়োজকরা জানান, নভেম্বরের ১৪ তারিখ হতে কনসার্টের টিকেট পাওয়া যাবে। টিকেট বিষয়ে যাবতীয় ডিটেইলস পাওয়া যাবে ফ্লেইমসের ইভেন্ট ও পেজে।
সিলেটভিউ২৪ডটকম/১৫ নভেম্বর ২০১৯/প্রেবি/ডিজেএস