Sylhet View 24 PRINT

পুলিশ আপনার দরজায় কড়া নাড়ছে: এসি মাইনুুল আফসার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৫ ১১:৩৭:৩৪

সিলেট :: সিলেট মহানগর পুলিশের সিনিয়র সহকারি কমিশনার মায়নুল আফসার বলেছেন, কমিউনিটি পুলিশিং বাংলাদেশে প্রতিষ্ঠানিক ভাবে স্বীকৃতি পেয়েছে। আমরা সিলেট মহানগর পুলিশের উদ্যোগে গেল কয়েক দিন পূর্বে বর্ণাঢ্য ভাবে কমিউনিটি পুলিশিং ডে পালন করছি। আগে পুলিশ জমিদারের মতো থানায় বসে থাকতো। এখন আপনার দরজায় এসে পুলিশ কড়া নাড়ছে। আমরা আপনাদের জনসচেতনতা সৃষ্টি করছে। আমরা আপনাদের বাসায় এসে যোগাযোগ করছি। ভাড়াটিয়াদের তথ্য নিচ্ছি। আপনাদের নিরাপত্তায় আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, জঙ্গিবাদ নিমূর্লে আমরা সারা বিশ্বের মধ্যে সক্ষমতা অর্জন করতে পেরেছি। আমরা জঙ্গিবাদ মুক্ত, মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ বিষয়ে আপনাদের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন আছে। আপনারা স্ব-স্বস্থান থেকে সচেতন হোন।

এসি মাইনুল আফসার ছেলে-মেয়েদের মানুষ করতে হবে উল্লেখ করে বলেন, আপনার সন্তানদের খোঁজখবর নেন। তারা কোথায় যাচ্ছে। কোথায় বেড়াচ্ছে। কার সঙ্গে চলতেছে। সেদিকে খেয়াল রাখতে হবে। নবম-দশম শ্রেণিতে পড়ালেখাকালে যদি তাদের নিয়ন্ত্রণে আনতে পারেন না। তখন আপনি সারাজীবন কাজ করেও কোনো ফলাফল পাবেন না। আপনার সন্তানরা আপনাকে নিয়ন্ত্রণ করবে। এখন সময় আছে আপনারা আপনার সন্তানদের খোঁজখবর নিন ; তাদের সঠিক পথে আনতে কাজ করুন।

বর্তমানে স্কুল পড়ুয়া মেয়েরা বিভিন্ন ভাবে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিদিন কোথা না কোথা থেকে খবর আসে স্কুল পড়–য়া মেয়েরা চলে যাচ্ছে। অনেক মেয়েরা বখাটের হাত ধরে চলে যাচ্ছে। তাদের প্রতি নজরদারি বৃদ্ধি করতে হবে। তখন তাদের সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন। তখন অনাকাঙ্খিত এ ঘটনা ঘটবে না। সময় আছে, সচেতন হয়ে যান।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত আটটায় সিলেট শহরতলীর মেজরটিলা এলাকার শ্যামলী আবাসিক এলাকায় মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পুলিশ জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যে সিলেট মহানগর পুলিশের হজরত শাহপরান (র.) থানার কমিউনিটি পুলিশিংয়ের ৪৬ নং বিটের উদ্যোগ এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন তিনি।

স্থানীয় ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি এর আইবুর রাজা চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবলীগ নেতা হজরত শাহপরান (র.) থানা কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি ও খাদিমপাড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের ভারপ্রাপ্ত সভাপতি সুবেদুর রহমান মুন্নার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হজরত শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয়ক আবদুল কাইয়ূম চৌধুরী, খাদিমপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা ও এমসি কলেজের প্রভাষক ফরিদ আহমদ।

সভায় বিট-৪৬ এর ইনচার্জ হজরত শাহপরান (র.) থানার এর সাব ইন্সপেক্টর শ্যামল নন্দ ঘোষ তাঁর দায়িত্বপ্রাপ্ত এলাকার বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করে বক্তব্য রাখেন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও শ্যামলী এলাকার বাসিন্দা হামিদুর রহমান চৌধুরী বাচ্চু। তার পরপরই স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন।

সিলেটভিউ২৪ডটকম/১৫ নভেম্বর ২০১৯/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.