আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

চুরি-ডাকাতি প্রতিরোধে বিশ্বনাথে পুলিশের সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৭ ১৭:১৬:৪৭

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: চুরি-ডাকাতি প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের সচেতনতামূলক সভা সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মুফতির বাজারে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী।

তিনি বলেন, চুরি-ডাকাতি রোধ ও অপরাধ দমনে পুলিশ সতর্ক রয়েছে। কোন অপরাধী ছাড় পাবে না। যারাই জুয়া-মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। শীত মৌসুমে এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধি পাওয়ার আশংঙ্কা থাকে। তাই পুলিশের পাশাপাশি জনসাধারণকে রাতের বেলা নিজ নিজ এলাকায় স্বেচ্ছাশ্রমে গ্রুপ ভিত্তিক পাহারার ব্যবস্থা করা জরুরী। চুরি-ডাকাতি প্রতিরোধে সকলের সহযোগিতা প্রয়োজন।

খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও বিশ্বনাথ থানার এএসআই জামাল খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার এসআই নূর হোসেন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য কবির আহমদ কুব্বার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মেম্বার গৌছ আহমদ বাবুল, আবদুল মতিন, এলাকার মুরব্বি ফুল মিয়া, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, প্রবাসী আবদুন নূর।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আনছার আলী ও স্বাগত বক্তব্য রাখেন- বাজার পরিচালনা কমিটির সহ সম্পাদক মোস্তাক আহমদ মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন- এলাকার মুরিব্ব সফিক মিয়া, মনির মিয়া, জবেদ আলী, শুয়াইব আলী, আবদুল মন্নান, শাহাদাত আলী, ডা. আতাউর রহমান, সংগঠক কয়েছ মিয়া, ফয়ছল মিয়া, বাবুল আহমদ, আফতাব আহমদ, মাশুক মিয়া, আব্দুল মালিক, আবদুল মতিন মাতিন, আমির আলী প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/১৭ নভেম্বর ২০১৯/পিবিএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন