Sylhet View 24 PRINT

জৈন্তাপুরে ভারতীয় পেঁয়াজ বোঝাই ট্রাক উল্টে আহত ২

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৭ ১৭:৩৭:৫৬

জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে ভারতীয় চোরাইপথে আনা পেঁয়াজ বোঝাই ডিআই ট্রাক গাছের সাথে ধাক্কা লেগে ২জন গুরুত্বর আহত হন।

সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত পথ দিয়ে প্রতিনিয়ত অবৈধ ভাবে ভারত থেকে বিভিন্ন প্রকার মাদক সামাগ্রী, নাছির বিড়ি, নিম্ন মানের সিগারেট, গরু-মহিষ, চা-পাতা, পেঁয়াজ আমদানী হচ্ছে।

রবিবার সকাল ৮টায় সীমান্তের চোরাই পথে আনা পেঁয়াজ বোঝাই দ্রুতগামী ডি আই ট্রাক সিলেট-মেট্রো-ণ-১১-০৫০৭ জৈন্তাপুর থেকে সিলেটে যাওয়ার পথে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৭নং গ্যাসকূপ এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত হয়।

এঘাটনায় চালক সহ ২জন গুরুত্বর আহত হন। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। ঘটনার পরপর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

অপরদিকে সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর হেমু হাউদপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল-আমিন সীমান্ত পথে ভারত থেকে পেঁয়াজ নিয়ে আসছিল, দ্রুততার সাথে যাওয়ার করণে নিয়ন্ত্রন হারিয়ে ঘটনাটি ঘটেছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক প্রতিবেদককে জানান, ব্রেক ফেইল হয়ে পেঁয়াজ বোঝাই দ্রুতগামী ডি আই ট্রাক দূর্ঘটনার স্বীকার হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/১৭ নভেম্বর ২০১৯/এমএইচ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.