Sylhet View 24 PRINT

রাজনগরে ভীমরুলের ভয়ে পিএসসি পরীক্ষার হলে তালা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৭ ১৯:০১:১১

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরে প্রাইমারী সমাপনী পরীক্ষার হলরুমে ভীমরুলের বাসার কারণে তালা দেয়া হয়েছে। এ ঘটনায় অভিভাবকদের ক্ষোভের মুখে উপজেলা সদরের মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ওই হল পরিবর্তন করে পরীক্ষার্থীদের অন্য রুমে স্থানান্তর করা হয়।

পরীক্ষার হল সুপার ও অভিভাবক সূত্রে জানা যায়, রবিবার (১৭ নভেম্বর) সারা দেশের ন্যায় রাজনগরেও প্রাইমারী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। উক্ত পরীক্ষায় উপজেলার ৮ ইউনিয়নের ১০টি পরীক্ষা কেন্দ্রে প্রাইমারীর মোট ৪ হাজার ৪০৬ জন ও ইবতিদাইর মোট ৪১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

প্রথম দিনের পরীক্ষায় প্রাথমিকের ১২৯ জন পরীক্ষার্থী ও ইবতিদাইর ৪৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এদিকে রবিবার সকাল ১০ টায় রাজনগর সদর ইউনিয়নের মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ডিজিটাল ক্লাস রুম হলে অভিভাবকরা পরীক্ষার্থীদের নিয়ে পৌঁছলে ভীমরুলের বাসা দেখতে পান। এসময় বিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত হলে পরীক্ষা নিতে চাইলে অভিভাবকরা হল পরবির্তনের কথা বলে ক্ষোভ প্রকাশ করেন। পরে অভিভাবকদের ক্ষোভের মুখে পরীক্ষা শুরুর আগে হল পরিবর্তন করা হয়।

উল্লেখ্য, ওই রুমে ২৪ ছাত্রের পরীক্ষার ব্যবস্থা করা হয়।

উক্ত হলের এক পরীক্ষার্থীর অভিভাবক অলি আহমদ বলেন, একটি গুরুত্বপূর্ণ ক্লাসরুমে ভীমরুল কীভাবে বাসা বানায়? এখানে ক্লাস হলে অবশ্যই শিক্ষকগণ দেখার কথা। এ রুমে পরীক্ষা নিতে চাইলে আমরা ক্ষোভ দেখালে হল পরিবর্তন করা হয়।

মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সুপার প্রেমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফে আরা বেগম বলেন, সীট বসানোর সময় প্রথমে আমরা বিষয়টি দেখিনি। সকালে বিষয়টি আমাদের নজরে এলে সাথে সাথেই আমরা হল পরিবর্তন করে ফেলি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক বলেন, ওই কেন্দ্রে আমাদের চারজন প্রতিনিধি ছিলেন। তাদের কেউই বিষয়টি আমাকে জানাননি।

সিলেটভিউ২৪ডটকম / ১৭ নভেম্বর ২০১৯/ আআরএস/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.