আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

আইন বিষয়ে রচনা প্রতিযোগিতার সেরাদের তালিকায় এমইউ শিক্ষার্থী আরিফ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৭ ২১:২২:১৭

সিলেট :: মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের এলএল.বি. (সম্মান) প্রোগ্রামের ৩২তম ব‍্যাচের শিক্ষার্থী মো. আরিফ রায়হান বাংলাদেশ ল’ পার্টনার্স আয়োজিত আইন বিষয়ক রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন।

শনিবার (১৬ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কারসহ সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন আয়োজক কর্তৃপক্ষ। প্রতিযোগিতায় নর্থ সাউথ বিশ্ববিদ‍্যালয় ও ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের দুইজন শিক্ষার্থী যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হন।

উল্লেখ‍্য, সিলেট মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সুপারিশ শীর্ষক রচনা লিখে আরিফ রায়হান এ পুরস্কার অর্জন করেন।

জাতীয় পর্যায়ে এ অর্জনের জন‍্য তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন।

সিলেটভিউ২৪ডটকম/১৭ নভেম্বর ২০১৯/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন