আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে এবার অটোরিকশা ধর্মঘট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৮ ২০:৪৮:৫৭

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে এবার ধর্মঘটের ডাক দিয়েছে সিএনজি অটোরিকশা চালকদের একটি সংগঠন। আজ সোমবার সন্ধ্যায় সবমিলিয়ে চারটি দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় সিএনজিচালিত অটোরিকশা আম্বরখানা-সালুটিকর শাখা। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে এ সড়কে অটোরিকশা চলাচল বন্ধ রাখা হবে।

এর আগে এ সড়কে বাস ধর্মঘটের ডাক দেয় সিলেট-কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপাড় বাস মিনিবাস সমিতি। সোমবার সকাল থেকে তাদের ধর্মঘট চলছে।

সিএনজি অটোরিকশার ধর্মঘটের বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিএনজিচালিত অটোরিকশা আম্বরখানা-সালুটিকর শাখার সভাপতি আবুল হোসেন খান।

তিনি সিলেটভিউকে বলেন, ‘আমরা ৪টি দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছি। আমাদের দাবিগুলো হলো- সম্প্রতি জারিকৃত নতুন সড়ক পরিবহন আইন সংশোধন, অনটেস্ট থাকা গাড়িগুলোর রেজিস্ট্রেশনের সুযোগ প্রদান, অটোরিকশা চালকদের লাইসেন্স করতে ৮ম শ্রেণি পাস থাকা বাধ্যতামূলক এ বিষয়টি বাতিল এবং সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচল বন্ধ করা।’

সিলেটভিউ২৪ডটকম/১৮ নভেম্বর ২০১৯/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন