আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

লবণের দাম বাড়েনি, বিশ্বনাথে মাইকিং করলো প্রশাসন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৮ ২২:৩৫:১৯

নিজস্ব প্রতিবেদক ::  সিলেটে লবণের দাম বাড়া নিয়ে চলছে গুজব। বাস্তবে লবনের দাম না বাড়লেও লবণ নিয়ে মানুষের মাঝে চলছে নানা আলোচনা। প্রশাসনও এ ব্যাপারে রয়েছে সরব। সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসন সোমবার রাতে লবণের দাম বাড়া নিয়ে গুজবে কান না দিতে মাইকিং করেছে।সিলেট শহরেও বিভিন্ন জায়গায় প্রশাসন দোকানদারদের বিরুধ্যে অভিযান শুরু করেছে।

সোমবার রাতে বিশ্বনাথ উপজেলা সদরে মাইকিং করে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ফাতেমা তুজ জোহরা ও থানার ওসি শামিম মুসা। এসময় তারা বলেন, গুজবে কান দেবেননা। দেশের সব জায়গায় লবণের প্রচুর মজুদ আছে।কেউ আধা কেজির উপর লবণ না কিনতে এসময় গ্রাহকদের কাছে তারা আহবান জানিয়েছেন। নির্ধারিত দামের উপর কেউ এক টাকা দাম নিলে প্রশাসন ব্যাবস্থা নিবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সিলেটভিউ২৪ডটকম/ ১৮ নভেম্বর ২০১৯/জুআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন