আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

কালিঘাটে দুই ভ্যান লবন আটক, ব্যবসায়ীকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৯ ০২:১৪:৫৫

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের পাইকারি বাজার কালিঘাটে অভিযান চালিয়েছে পুলিশে। সোমবার রাতে অভিযান চালিয়ে দুই ভ্যান ভর্তি লবন আটক করেছে তারা। পরে বাড়তি দামে লবন বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, কালিঘাটে বাড়তি দামে লবন বিক্রি হচ্ছে খবর পেয়ে সোমবার রাতে অভিযান চালায় পুলিশ। এসময় প্রায় ১ হাজার কেজি লবন ভর্তি দুইটি ভ্যান জব্দ করা হয়। দুই ব্যবসায়ী প্রতি বস্তা লবন নির্ধারিত দামের চেয়ে ২৬৭ টাকা বেশিতে বিক্রি করছিলেন।

পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের জেল দেওয়া হয়। ওই ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করলে মামলা নিষ্পত্তি করা হয় বলে জানিয়েছেন সিলেট সদর উপজেলার এসিল্যান্ড সুমন্ত ব্যানার্জি। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তার সাথে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেসবাহ উদ্দিন। জব্দকৃত লবন সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৯ নভেম্বর ২০১৯/ শাদিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন