আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে আন্তর্জাতিক পুরুষ অধিকার দিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৯ ১৭:১১:২১

সিলেট :: আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ অধিকার দিবস। এ উপলক্ষে বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন সিলেট বিভাগ ও মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার বেলা ২টায় নগরীর জেলা পরিষদর সামনে র‌্যালি পরবর্তী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট কাজী মঈন উদ্দীন আহমদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সভাপতি এডভোকেট সালমান উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ফজলুল হক সেলিম।

বিভাগীয় সেক্রেটারি এডভোকেট আনিসুল হক এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার রানা, ফাউন্ডেশনের মহানগর সদস্য সচিব ইফতেখার মাহমুদ, এডভোকেট এম.এ সালেহ, এডভোকেট মাজেদ আহমদ, এডভোকেট এস.কে পাল, এডভোকেট ফাহাদুল ইসলাম ফাহিম, এডভোকেট জাকির হাসান, এডভোকেট শিব্বির আহমদ, এডভোকেট মুবারক হোসেন, এডভোকেট কাওছার আহমদ, আসক ফাউন্ডেশনের সিলেট মহানগর সেক্রেটারি শিব্বির আহমদ, শাওন হোসেন, আকমল হোসেন, শাহজাহান আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আজ আন্তর্জাতিক পুরুষ অধিকার দিবস পালিত হচ্ছে। নারীদের পাশাপাশি পুরুষরাও নির্যাতনের শিকার। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। পুরুষ অধিকার বাস্তবায়ন এখন সময়ের দাবি।

সিলেটভিউ২৪ডটকম/১৯ নভেম্বর ২০১৯/ প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন