আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মহানগর কৃষকদলের মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৯ ২১:৩৮:০৮

সিলেট :: পেঁয়াজের অস্বাভাবিক এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে সিলেট মহানগর কৃষক দল।  মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর আম্বরখানা সাপ্লাই রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মহানগর কৃষক দলের সদস্য সচিব মারুফ আহমদ টিপু’র সভাপতিত্বে এবং ১ম যুগ্ম আহ্বায়ক হোসেন আহমদ রুহল’র পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর কৃষক দলের আহ্বায়ক আব্দুল মান্নান পুতুল।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিনিয়র সদস্য মো: গাদ্দাফি আহমদ, সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ গেদা, ফজলে এলাহী পাপ্পু, আব্দুল মান্নান, মোহাম্মদ আলী লাহিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গত কয়েক মাস ধরেই চাল, ডাল, সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠছে জনগণের। এখন পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে ২৫০ টাকায় গিয়ে পৌঁছেছে। সরকার দাম বৃদ্ধির জন্য দায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে পদক্ষেপ না নিলেও পেঁয়াজ খাওয়া বন্ধ করার পরামর্শ দিচ্ছেন। এই মজুতদার আড়তদারদের বিরুদ্ধে সরকারের কোন তৎপরতা নেই। তাই আন্দোলন ছাড়া বিকল্প পথ নেই। বক্তারা অবিলম্বে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারকে আহ্বান জানান এবং একই সাথে জনগণকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ফখরুল ইসলাম, জিসান আহমদ, মানিক মিয়া, আব্দুর রহিম, হাসান আহমদ, শাহাব উদ্দিন, মন্ডু আজাদ, মো: ইউসুফ, সাজন আহমদ, ফজল আলী, বেলাল আহমদ, ছত্তার আহমদ, মর্তুজ আলী, জসিম মিয়া, মানিক আহমদ, মতিন মিয়া, সুমন, রত্ন আল-আমীন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম /১৯ নভেম্বর ২০১৯/প্রেবি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন