আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে ট্রাক মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২০ ১৩:০৪:৩৩

নিজস্ব প্রতিবেদক :: ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ৯ দফা দাবিতে সিলেটসহ সারাদেশে বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

বুধবার সকালে থেকে সিলেটের বিভিন্ন এলাকায় দেখা যায়, সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে। সেখান থেকে কোনও ট্রাক ছেড়ে যায়নি।

সিলেট ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদি ছয়ফুল জানান, বুধবার সকাল থেকে শান্তিপূর্ণ কর্মবিরতি চলছে। কোনও ট্রাক কোথাও পণ্য নিয়ে যায়নি। তাদের সাথে বাংলাদেশ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক সমিতির সমর্থন রয়েছে। তাই দাবি না মানা পর্যন্ত সিলেটে কোন ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান চলবে না।

তিনি জানান, নতুন সড়ক পরিবহন আইন স্থগিতসহ ৯ দফা দাবিতে তাদের এ কর্মসূচি। দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৭ দিন প্রচার প্রচারণার পর সোমবার থেকে আইনটি প্রয়োগ শুরু করে পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা (বিআরটিএ)। আইনটি প্রয়োগ শুরুর পরপরই প্রথমে দেশের কয়েকটি জেলায় বাস চলাচল বন্ধ হয়। এরপর আজ বুধবার থেকে সারাদেশে ট্রাক চলাচল বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তারা নতুন সড়ক পরিবহন আইন স্থগিত করে সংশোধনের জন্য ৯ দফা দাবি জানিয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/২০ নভেম্বর ২০১৯/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন