আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে মাহা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ’র উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২০ ১৮:২২:২৬

সিলেট :: সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ কমিটির পরিচালনায় এবং সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘মাহা’র পৃষ্ঠপোষকতায় ‘মাহা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ-২০১৯’ এর উদ্বোধন হয়েছে। আজ বুধবার বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে লিগের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম। আকাশে রঙিন বেলুন উড়িয়ে লিগের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং মাহা’র স্বত্ত¡াধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ কমিটির সভাপতি আক্কাছ উদ্দিন আক্কাই, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মালিক রাজা, স্বাগত বক্তব্য রাখেন দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ কমিটির সম্পাদক রিয়াজ উদ্দিন হেলাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সমর চৌধুরী ও মাসুক মিয়া, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. মাজহারুল মজিদ,  সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি হাজী এম.এ. সাত্তার, ফেঞ্চুগঞ্জ উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ইকবাল হোসেন, ক্লাব কর্মকর্তা জাহিদ এনাম সাব্বির ও ইউসুফ কবীর তুহিন, দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ কমিটির সদস্য রুবেল আহমদ নান্নু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।

এবার দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের ১০টি ক্লাব অংশগ্রহণ করছে। মোহন বাগান স্পোর্টিং ক্লাব ও আজাদ স্পোর্টিং ক্লাব এর মধ্যকার উদ্বোধনী ম্যাচ গোলশূন্য ড্র হয়। উদ্বোধনী ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ মনোনীত হন মোহন বাগান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় মাশেম আহমদ। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করেন সিলেট জেলা ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় কয়সর আহমদ।

আগামীকাল দুটি খেলা আছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ক্রীড়া সংস্থা খেলবে অগ্রদূত ক্রীড়া চক্রের বিপক্ষে, এইডেড হাইস্কুল খেলবে মকন হাইস্কুল এন্ড কলেজের বিপক্ষে।

সিলেটভিউ২৪ডটকম/২০ নভেম্বর ২০১৯/ প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন