আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন যারা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২০ ২২:১০:৪১

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৭৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ বুধবার সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

এ কমিটির একটি তালিকা এসেছে সিলেটভিউ২৪ডটকম’র কাছে।

পূর্ণাঙ্গ কমিটিতে স্থানপ্রাপ্তরা হলেন- সভাপতি মুুক্তিযোদ্ধা আলী আমজদ, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া, হুমায়ুন কবির মছব্বির, মো. আব্দুল ওয়াদুদ, মো. রফিকুল হক, হাজী নূর মিয়া, আবু বকর সিদ্দিক, তারা মিয়া, সাদ উল্লাহ, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অখিল চন্দ্র বিশ্বাস, ইয়াকুব আলী, আইন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান রোকন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, আরাফাত আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক- ছয়ফুল আলম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক- আব্দুল আলী, দপ্তর সম্পাদক- আনোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক- হুশিয়ার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক- বজলু পাঠান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- শওকত আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- ইয়িয়াছুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক- আয়শা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক- সফি উদ্দিন রেনু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক- আফজল হোসেন বতুল্লা, শিক্ষা মানবসম্পদ বিষয়ক সম্পাদক- নাজিম উদ্দিন, শ্রম সম্পাদক- সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক- ফরহাদ হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক- ডা. শংকর মন্ডল, সাংগঠনিক সম্পাদক- হাবিবুর রহমান ভুট্টো, হাজী শামীম আহমদ, অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক- আব্দুল হক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক- সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ- আলা উদ্দিন।

কমিটির সদস্যরা হলেন- নুরুল আমিন, মোহাম্মদ আলী দুলাল, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট আজমল আলী, মাসুক আহমদ, ইকবাল হোসেন, ফরিদ উদ্দিন চেয়ারম্যান, শাহ জামাল উদ্দিন চেয়ারম্যান, রশিদ আলী, আলী আহমদ, আলখাছ আলী, কালা মিয়া, মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, ফয়জুর রহমান, আব্দুল আউয়াল, অলেক মিয়া, রঞ্জিত দেবনাথ ময়না,  কছির মিয়া, কৃষ্ণ ধন সিং, সাইফুর ইসলাম, বদরুল আলম, ডা. রফিকুল হক চৌধুরী, নুরুল হক, প্রকাশ চন্দ্র সরকার, কয়েস মিয়া, কালা মিয়া, মুক্তিয্দ্ধোা সামছুল ইসলাম, ছয়ফুর রহমান, ফয়ছাল আহমদ, কুতুব উদ্দিন, তালেবুর রহমান তেরা, মজিবুর রহমান, ফরিদ মিয়া, মিজানুর রহমান, আব্দুল হক সরকার, আমিনুল ইসলাম, সালাউদ্দিন বেলাল, খলিলুর রহমান , মস্তাক আহমদ, শাকিব উদ্দিন, আব্দুস ছালাম ও শাহ আলম।

সিলেটভিউ২৪ডটকম/২০ নভেম্বর ২০১৯/পিডি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন