আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মুজিববর্ষ: সিলেটে হবে ‘কাউন্টডাউন মঞ্চ’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২১ ০০:০৪:২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামী বছর, ২০২০ সালে। রাষ্ট্রীয়ভাবে তাঁর জন্মশতবার্ষিকীর বছরকে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আগামী বছরব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। সিলেটেও থাকবে বিভিন্ন কর্মসূচি। এ লক্ষ্যে সিলেটে দুটি স্থানে ‘কাউন্টডাউন মঞ্চ’ও করা হবে।

এমন তথ্য জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে সিলেটের ক্বিনব্রিজের উত্তর প্রান্তে (আলী আমজাদের ঘড়ির পার্শ্বস্থ এলাকায়) একটি কাউন্টডাউন মঞ্চ হবে। আরেকটি মঞ্চ কোন স্থানে হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।

বিভাগীয় কমিশনার জানান, আগামী বছরের শুরু থেকে এ কাউন্টডাউন মঞ্চের কার্যক্রম শুরু হবে। ওই বছরের ১৭ই মার্চ পর্যন্ত এ মঞ্চে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

কাউন্টডাউন মঞ্চ দুটি সিলেট সিটি করপোরেশন ও সিলেট জেলা প্রশাসন যৌথভাবে বাস্তবায়ন করবে বলেও জানিয়েছেন বিভাগীয় কমিশনার।

সিলেটভিউ২৪ডটকম/২১ নভেম্বর ২০১৯/শাদিআচৌ/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন