আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে বাস চলাচলে ট্রাক শ্রমিকদের বাধা, তবুও চলাচল স্বাভাবিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২১ ১৪:৪০:৪৩

নিজস্ব প্রতিবেদক :: ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ৯ দফা দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সিলেটসহ সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

পণ্যবাহী ট্রাক চালানো বন্ধ রাখার পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকে সিলেটে বাস চলাচলেও বাধা দিচ্ছেন ট্রাক শ্রমিকরা। এতে করে সিলেট থেকে ঢাকাসহ বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেশ কয়েকটি বাস টার্মিনালে ফিরে আসে। তবে বাধা উপেক্ষা করেও বাস চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছেন বাস মালিক-শ্রমিকরা।

তবে দুপুর ২টা থেকে সকল বাস নির্ধারিত সময়ে ছেড়ে যাবে বলে জানিয়েছেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।

তিনি বলেন, কেন্দ্র থেকে আমাদের নির্দেশনা দেওয়া হলে আমরা ধর্মঘট করব। এধরণের কোন নির্দেশনা পাইনি তাই আমরা স্বাভাবিকভাবে বাস চালাচ্ছি। তবে কিছু কিছু যায়গায় ট্রাক শ্রমিকরা বাস চলাচলে বিঘ্ন সৃষ্টি করছেন। আমরা তা উপেক্ষা করেই বাস চালাচ্ছি।

এনা পরিবহণের কাউন্টারের এক কর্মকর্তা জানান, সকাল থেকে ৭-৮ টি বাস ছেড়ে গেছে। দুপুরের পর বাসের সংখ্যা আরো বাড়বে।

সিলেটভিউ২৪ডটকম/২১ নভেম্বর ২০১৯/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন