আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ওসমানীনগরে পিইসি পরীক্ষার্থীদের খাতা জব্দের হুমকি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২১ ১৫:১৭:৫১

ফাইল ছবি

ওসমানীনগর প্রতিনিধি :: ওসমানীনগরে পিইসি পরীক্ষা চলাকালিন সময়ে হল সুপার ইনফভিজিলেটরের বিরুদ্ধে পরীক্ষার্থীদের নানা ধরণের ভয় ভিতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে বুধবার বিকালে পরীক্ষার্থ দের অভিভাবকরা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পিইসির  বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা চলাকালিন সময়ে হল সুপার নেছার আহমদ ও ইনভিজিলেটর জুনেদ আহমদ একাধিক হলে প্রবেশ করে পরিক্ষার্থীদের উচ্চস্বরে দমক দিতে থাককেন এবং খাতা জব্দ করার হুমকি দেন। এতে কোমলমতি পরীক্ষার্থীরা ভয় পেয়ে যায় ঠিক মতো পরীক্ষার উত্তরও লিখতে পারে নি। পরবর্তীতে অভিভাবকরা এ ব্যাপারে উপজেলা প্রশাসন বরাবরে লিখিত অভিযোগ দেন।

অনুকুল দেবে, বাবলাদেব সহ অভিযোগে একাধিক স্বাক্ষরিত অভিবাবক জানান, পরিক্ষার দায়িত্বে থেকে কোমলমতি পরীক্ষার্থীদের উৎসাহ না দিয়ে ভয়ভীতি দেখিয়ে হুমকি প্রদান করে নিজেদের অনুসারী পরীক্ষার্থীদের উত্তর বলে দিতে ব্যস্ত থাকেন নেছার আহমদ ও জুনেদ আহমদ।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, এ ব্যপারে আমরা ব্যবস্থা নিচ্ছি।


সিলেটভিউ২৪ডটকম/২১ নভেম্বর ২০১৯/আরপি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন