আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে পুলিশের এএসআইসহ ৪ জন রিমান্ডে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২২ ১১:২২:২৫

সিলেটভিউ ডেস্ক :: সিলেট মেট্রোপলিটন পুলিশের এক এএসআইসহ চারজনের তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

ভারত থেকে চোরাই পথে আনা ২৭৯ পিস এন্ড্রয়েট মোবাইল ফোন ‘গায়েবের’ সঙ্গে জড়িত থাকায় তাদের মঙ্গলবার আটক করে পুলিশ। পরে এই ঘটনায় দুটি মামলা দায়ের হয়।

বৃহস্পতিবার এই চারজনকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক মোহাম্মদ জিয়াদুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন আদালতের জিআরও কোতয়ালি মডেল থানা পুলিশের এসআই বেলাল।

রিমান্ড মঞ্জুর হওয়া চার আসামি হলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের ভূমি শাখায় কর্মরত এএসআই জাহাঙ্গীর হোসেন (৩৪), মোশারফ হোসেন খান (৩৮), ফারুক মিয়া (৩৬) ও জহিরুল ইসলাম সোহাগ (৩৯)।

মঙ্গলবার চারজনকে পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৭৯টি মোবাইল ফোন সেট, দুটি প্রাইভেটকার ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/২২ নভেম্বর ২০১৯/ডেস্ক/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন