আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

‘শ্রুতি রবীন্দ্র উৎসব’র মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২২ ১৬:৩৮:১১

সিলেট :: মেধা- মনন এবং প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট (১৯১৯-২০১৯) আগমণের শতবর্ষ পূর্তি উপলক্ষে ‘শ্রুতি রবীন্দ্র উৎসব’ আয়োজন করে শ্রুতি সিলেট।

শুক্রবার (২২ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানে ছিল আবৃত্তি, সংগীত, নৃত্য, নাট্য, রংতুলিতে রবীন্দ্রনাথ, একক এবং সম্মেলক পরিবেশনা। বিকেল সাড়ে ৩টায় মুক্তমঞ্চে বৈকালিক অনুষ্ঠানের শুরুতে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর তাদের দলগত পরিবেশনা উপস্থাপন করে।

বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় সুস্মিতা চৌধুরীর সঞ্চালনে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় আমরা সবাই রাজা, বাউল, রূপকথা, হাচ্ছো, প্রশ্ন, সুপ্রভাত, বাঁশি ও শ্রীভূমি কবিতায় দলগত ও একক কন্ঠে শব্দধ্বনি তুলে হিমেল, প্রান্ত, পিউ, পূজা, সামি, আদিত্য, স্বপ্ন, সুমন ও রেজওয়ান।

রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে রবীন্দ্র অনুরাগীদের উপস্থিতিতে স্বরণীয় হয়ে থাকবে শ্রুতি রবীন্দ্র উৎসব ১৪২৬ বাংলা।


সিলেটভিউ২৪ডটকম/২২ নভেম্বর ২০১৯/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন