Sylhet View 24 PRINT

বিশ্বনাথে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২২ ২২:১৫:৩৮

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে দুই ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমান আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলার পুরাণ বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ এর আওতায় পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার পুরাণ বাজারের আল-মদিনা ভেরাইটিজ ষ্টোরকে ৫ হাজার ও নাম বিহীন একটি পানের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করেন।

এসময় অভিযানে স্যানেটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার, উপজেলা নির্বাহী কার্যালয়ের পেস্কার ময়নুল ইসলাম ও বিশ্বনাথ থানার এসআই অরুপ সাগরসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২২ নভেম্বর ২০১৯/পিবিএ/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.