Sylhet View 24 PRINT

সিলেটে চালু হচ্ছে আধুনিক ইনডোর মিনি ফুটবল স্টেডিয়াম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-৩০ ২২:২০:১০

সিলেট :: সিলেটবাসীর জন্য খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ‘স্পোর্টস হ্যাভেন’ নামে একটি অত্যাধুনিক ইনডোর মিনি ফুটবল স্টেডিয়াম। সিলেটে নগরীর  কাজিরবাজার ব্রিজ সংলগ্ন টেকনিক্যাল কলেজ মাঠের পাশে সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে স্থাপিত হচ্ছে এই গ্রাউন্ড।

সরেজমিনে মাঠে গিয়ে দেখা যায় কাজ শেষ পর্যায়ে। প্রায় সাড়ে আট হাজার বর্গফুটের এই ক্রীড়া কমপ্লেক্সে চলছে ফিনিশিং পর্ব। ফুটবল গ্রাউন্ড প্রায় সাড়ে পাঁচ হাজার বর্গফুটের এবং এতে কোরিয়ান সবুজ টার্ফ বসানো।

কথা হয় প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক জনাব মোহাম্মদ লাহিন উদ্দিনের সাথে। তিনি জানান, সব কিছু ঠিক থাকলে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে মাঠটির উদ্বোধন করতে পারবেন। একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরও জানান, পেশাদার ও শৌখিন দুই ধরণের খেলোয়াড়রা খুবই সাচ্ছন্দে এখানে ফুটবল ও ব্যাডমিন্টন খেলতে পারবেন। মাঠের পাশেই রয়েছে রয়েছে আলাদা অফিস কমপ্লেক্স, খেলোয়াড়দের জন্য প্রশস্থ ওয়াশরুম ও বিশ্রামের স্থান। রয়েছে নিজেদের পরিচালনায় ফুড কর্নার, যেখানে স্বল্পমূল্যে পাওয়া যাবে রকমারি খাবার ও পানীয়।

‘স্পোর্টস হ্যাভেন’-এর অপর কর্ণধার শিমুল আহমেদ জানান, অতি অল্পমুল্যে তাঁরা খেলোয়াড়দের সার্ভিস নিশ্চিত করবেন। সিলেটের বৃষ্টির কথা মাথায় রেখে নিরাপদ শেড ও সাইড কাভার করা হয়েছে। রাতে খেলার জন্য আধুনিক এলইডি লাইটিং মাঠ জুড়ে বসান হয়েছে। তাছাড়া ডিজিটাল সাউন্ড সিস্টেম, পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ, সিসি টিভি নিরাপত্তা, বিশাল পার্কিং সবমিলিয়ে খেলাধুলা ও বিনোদনের একটি আদর্শ স্থান বলে মনে হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/৩০ নভেম্বর ২০১৯/প্রেবি/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.