আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিণ সুরমায় অটোরিকশা চালকদের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০২ ১৭:১১:১৪

নিজস্ব প্রতিবেদক ::  দক্ষিণ সুরমায় সিএনজি অটোরিকশা চালকদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে পথচারীসহ অন্তত ১৫জন আহত হয়েছেন। উতপ্ত অবস্থা শান্ত রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। সোমবার বেলা ২টার সময় দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় এ সংঘর্ষ হয়।

দীর্ঘদিন থেকে ভার্থখলার ভূইয়ার পাম্প সিএনজি স্ট্যান্ড অটোরিকশা চালক ও বাবনা পয়েন্ট সিএনজি অটোরিকশা চালকদের মাঝে যাত্রী উঠানামা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার কথাকাটাকাটির জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের ৬টি গাড়ী ভাংচুর করা হয়। পথচারীসহ ১৫জন আহতের খবর পাওয়া গেছে। এদের কেউ কেউ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। 

দক্ষিণ সুরামা থানার ওসি খায়রুল ফজল জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। কেউ মামলা করলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সিলেটভিউ২৪ডটকম/২ ডিসেম্বর ২০১৯/আনোয়ার/জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন