আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

লাল-সুবজ সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটির অভিষেক সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০২ ২০:০৮:৪০

সিলেটভিউ ডেস্ক :: আখালিয়ার দুসকি গ্রামে লাল-সবুজ সমাজকল্যাণ সংস্থার নতুন কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) উক্ত সংস্থার স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মো. রুবেল আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মামুন আহমদ।
 
এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি ফয়জুল ইসলাম ও লায়েক আহমদ, সহসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামছুল হক, অফিস সম্পাদক মো. আব্দুর রাকিব, অর্থ সম্পাদক সামছুল ইসলাম, প্রচার সম্পাদক মো. রুজন মিয়া, সমাজসেবা সম্পাদক, শাহিন আহমদ, প্রকাশনা সম্পাদক, আব্দুল মুকিত, শিক্ষা সম্পাদক মো. জিদানুর রহমান আব্দুল্লাহ, ক্রীড়া সম্পাদক শুয়েব জালাল, ছাত্রকল্যাণ সম্পাদক মুসাব্বির আহমদ নাঈম। এর আগে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সংস্থার প্রধান উপদেষ্টা তছির মিয়া।

অভিষেক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান দুসকি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আজাদ মিয়া। অনুষ্ঠানে সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই দিন লাল-সবুজ সমাজকল্যাণ সংস্থার স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন কার্যালয়ের ভূমি দাতা আলী বক্স এন্ড কোম্পানি লিমি. এর এমডি মাহমুদ বক্স রাজন।

এসময় সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় মুরব্বী তছির মিয়া, কয়েছ আহমদ দুলাল, আলী আহমদ, নজরুল ইসলামসহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২ ডিসেম্বর ২০১৯/প্রেবি/এসএইচ


শেয়ার করুন

আপনার মতামত দিন