Sylhet View 24 PRINT

সাংবাদিক রশিদ হেলালী’র মৃত্যুবার্ষিকীতে জৈন্তাপুরে শোকসভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০২ ২১:৫৭:৪১

সিলেট :: সাংবাদিক ও শিক্ষানুরাগী মোহাম্মদ রশিদ হেলালী’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জৈন্তাপুরে সোমবার দুপুরে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ ক্যাম্পাসে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। এছাড়া গরীব-দুস্থ-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রশিদ হেলালী’র প্রতিষ্ঠিত জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ ও তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট এর যৌথ উদ্যেগে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সভাপতি সহযোগী অধ্যাপক ডা. আশিক আশিক আনোয়ার বাহার, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হেলাল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দে, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট এর সভাপতি সাংবাদিক ফারুক আহমদ।


তৈয়ব আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ কামরুল আহমদ শেরগুলের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোজাম্মেল হোসেন মেনন, সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, বাউর ভাগ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল, জাতীয় শ্রমিক লীগ জৈন্তাপুর উপজেলা সভাপতি ফারুক আহমদ, প্রভাষক মাসুক আহমদ, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান জীবন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রুবেল আহমদ লুৎফুল করিম প্রমুখ। শোকসভা শেষে কয়েকজন গরীব-দুস্থ-অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য মরহুম রশিদ হেলালী তাঁর প্রয়াত পিতা তৈয়ব আলীর নামে জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ ও তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি জৈন্তাপুরে ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন, আমিনা-হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউট, জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজ ও কানাইঘাটে হারিস চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন।

সিলেটভিউ২৪ডটকম/২ ডিসেম্বর ২০১৯/ প্রেবি/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.