আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ব্যাংককে মানবাধিকার সম্মেলনে ছাত্রদল নেতার অংশগ্রহণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০২ ২২:২৫:৪৫

সিলেট :: সিপিজি উইনটার একাডেমি অন হিউমেন রাইটস এন্ড ডেভেলবমেন্ট এর উদ্যোগে ২৫-২৯ নভেম্বর পাঁচ দিনব্যাপি অনুষ্ঠিত আন্তর্জাতিক এ সম্মেলনে-২০১৯ যোগ দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আহমেদ শাহীন। ব্যাংককে অবস্থিত থামাসাত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আহমেদ শাহীন অংশগ্রহণ করেছেন।

সম্মেলনে মানবাধিকার এবং উন্নয়নে সমসাময়িক বিষয় নিয়ে পৃথিবীর বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কলার, রাজনৈতিক, মানবাধিকার বিশেষজ্ঞ এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ আলোচনায় অংশ গ্রহণ করেন।

উক্ত সেমিনারের মানবাধিকার বিষয়ক বিভিন্ন সমকালীন ইস্যুতে যথা  নারী, শিশু,সংখ্যালগু, রাজনৈতিক, আবহাওয়া, সরর্নার্থী ও আইনের শাসন বিষয়ে আলোচনা করা হয়। উক্ত সেমিনারে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শাখার সহ-সভাপতি আহমেদ শাহীন। ২৯ নভেম্বর শুক্রবার বিকাল ৬ ঘটিকার সময় সার্টিফিকেট  প্রধানের মাধ্যমে সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২ ডিসেম্বর ২০১৯/জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন