আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ভোট হচ্ছে না সিলেট আ.লীগের সম্মেলনে!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৫ ০০:২৭:১১

জ্যেষ্ঠ প্রতিবেদক :: দীর্ঘদিন পর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে আজ বৃহস্পতিবার। এ সম্মেলন ঘিরে নেতাকর্মীদের আগ্রহ ব্যাপক। তবে সিম্মেলনে নেতৃত্ব নির্ধারণে কোনো ভোট হবে না বলে জানা গেছে।

সিলেট আওয়ামী লীগে সর্বশেষ কমিটি হয় ২০১১ সালের নভেম্বরে। তিন বছর মেয়াদী সেই কমিটি দিয়ে পার করে দেয়া হয়েছে ৮ বছর। কেন্দ্রের নির্দেশে এবার করা হচ্ছে সম্মেলন।

জানা গেছে, এবারের সম্মেলনের মধ্য দিয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগে নতুন নেতৃত্ব আসবে।তবে আজ সম্মেলনে নেতৃত্ব নির্ধারণে কাউন্সিলরদের কোনো ভোট গ্রহণ করা হবে না।  সমঝোতার ভিত্তিতে উভয় শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

বিষয়টি জেলা ও মহানগর আওয়ামী লীগের একাধিক নেতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, সম্মেলনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা ও মহানগর  আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবেন। তিনি দলের সভানেত্রী শেখ হাসিনার সাথে এ বিষয়ে কথা বলেছেন। শেখ হাসিনার নির্দেশনায় উভয় শাখায় দুই শীর্ষ পদে নেতাদের নাম জানিয়ে দেবেন কাদের।

প্রসঙ্গত, জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন আজ আলিয়া মাঠে অনুষ্ঠিত হবে।

সিলেটভিউ২৪ডটকম/৫ ডিসেম্বর ২০১৯/আরআই-কে                     

শেয়ার করুন

আপনার মতামত দিন