আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারে প্রতিবন্ধী দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৫ ১৭:৩১:০৬

মৌলভীবাজার প্রতিনিধি :: ‘অভিগম্য আগামীর পথে’ স্লোগান নিয়ে ২৮তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস মৌলভীবাজারে পালিত হয়েছে।

বৃহস্পতিবার দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক, সংগঠন এনজিও ব্যাপক কর্মসূচী গ্রহণ করে।

কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালি, প্রতিবন্ধীদের ফুলের শুভেচ্ছা আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা প্রশাসকের কার্যালয় হতে সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিবস পাালন উপলক্ষে সার্কিট হাউসের মূন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে এর সভাপতিত্বে এবং রাজনগর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আদিল মোত্তকিম, সুয়েব হোসেন চৌধুরী, ডিডি বাদল রায়, চন্দন কুমার পাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ প্রমুখ।

পরে অতিথিরা প্রতিবন্ধি ব্যাক্তি ও প্রতিষ্ঠানের অনুদানের চেক ও উপকরণ সামগ্রী বিতরণ করেন।

প্রতিবন্ধীরা শিশুরা মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।


সিলেটভিউ২৪ডটকম/০৫ ডিসেম্বর ২০১৯/ওএফএন/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন