আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা কমিটির সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৫ ২২:২৪:৪২

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় উপদেষ্টা কমিটির সভা বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয় আগামী ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ট্রাস্টের ২০তম মেধা বৃত্তি অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহনের জন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬৯ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছেন। এদের মধ্যে মেধার ভিত্তিতে ৯০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ট্রাস্টের স্থানীয় উপদেষ্টা কমিটির সভাপতি বর্ণালী পালের সভাপতিত্বে এবং ট্রাস্টের কো-অডিনেটর নিশি কান্ত পালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের স্থানীয় উপদেষ্টা কমিটির সাধারণ সম্পাদক আবদুল বারী, বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সফাত উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নছর ওয়াহিদ ঘোরী, মান্দারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান উদ্দিন, দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উষা রাণী গোস্বামী, হাবড়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক।

সিলেটভিউ২৪ডটকম/৫ ডিসেম্বর ২০১৯/জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন