Sylhet View 24 PRINT

হাসান মার্কেটের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সভাপতি রইছ, সাধারণ সম্পাদক নিয়াজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৬ ১১:৫৫:৫৭

সিলেট :: সিলেট নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। ব্যবসায়ীদের গোপন ভোটের মাধ্যমে ১১০ ভোট পেয়ে রইছ আলী সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. শাহ আলম ১০৮ ভোট পেয়েছেন।

সহ সভাপতি পদে আহমদ আফজাল সিরাজ পাভেল ১২১ ভোট ও মো. মিজানুর রহমান ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আখতার হোসেন ১১৯ ভোট ও লোকমান হোসেন ৬৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে নিয়াজ মো. আজিজুল করিম ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. সেলিম আহমদ ১০৩ ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে ফয়জুর রহমান রুকন ১১৫ ভোট ও মো. নজরুল ইসলাম ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. সাহেদ বকস ১০৩ ও সামছুল আলম সিদ্দিকী ৯০ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে বেলাল আহমদ ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. জাবেদ আহমদ ৮৩ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে মো. মশিউর রহমান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

প্রচার সম্পাদক পদে সৈয়দ মোরাদ হোসেন রাজিব ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মুজাম্মিল হোসেন আরাফাত ৮৮ ভোট পেয়েছেন। সদস্য পদে মো. এমদাদ হোসেন মুর্শেদ ১২১ ভোট, শরীফ হোসেন ১২০ ভোট, দুল্লাল মৃধা ১১৮ ভোট, নুরুল ইসলাম ১০৬ ভোট, আলী হায়দার ১০৬ ভোট, রিন্টু চক্রবর্তী ১০৪ ভোট, বরকত মিয়া ১০২ ভোট, আনোয়ার হোসেন ৯৯ ভোট, শাহীন আহমদ শাহীন ৯৫ ভোট, কাওসারুজ্জামান চৌধুরী ৯১ ভোট ও রাহাদ আহমদ ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল হক নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সফল সম্পন্ন করতে সহযোগিতা করায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, রিটার্নিং অফিসার, প্রিজাইটিং অফিসার ও পুলিং অফিসার সহ সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/৬ ডিসেম্বর ২০১৯/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.