আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

নাট্যমঞ্চ সিলেট’র ৩০ বছরে যাত্রা অনুষ্ঠান শনিবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৬ ২০:৩৮:১২

সিলেট :: সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন, “অপসংস্কৃতি নয়, চাই জাতীয় সংস্কৃতির বিকাশ” এই স্লোগানে ১৯৯০ সালের ৭ ডিসেম্বর স্বৈরাচার পতনের পরপরই যাত্রা শুরু করেছিল ‘নাট্যমঞ্চ সিলেট’। টগবগে ক’জন নাট্যপ্রাণ তরুণের সমন্বয়ে নাট্যমঞ্চ সিলেটের অভিযাত্রা আগামীকাল ৭ ডিসেম্বর শনিবার ত্রিশ বছরে পদার্পন করছে।

সিলেটে একাধিক জাতীয় নাট্যোৎসব, জাতীয় পথনাট্যোৎসব, প্রথম জাতীয় লোকনাট্যোৎসবসহ ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজনে নাট্যমঞ্চ সিলেট গৌরবের ২৯টি বছর অতিক্রম করেছে। মঞ্চ ও পথ নাটকের পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যেকোন সংগ্রামে নাট্যমঞ্চ অগ্রভাগে থেকেছে।

আগামীকাল শনিবার বিকেল ৪টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গৌরবের ত্রিশ বছরে যাত্রা উপলক্ষ্যে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও পথনাটকের মধ্য দিয়ে উদযাপিত হবে নাট্যমঞ্চ সিলেটের ত্রিশ বছরে যাত্রা অনুষ্ঠান।

নাট্যমঞ্চ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার এক বিবৃতিতে সিলেটের নাট্যপ্রাণ সকল দর্শক ও শোভানুধ্যায়ীদের সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের অনুষ্ঠানমালায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/৬ ডিসেম্বর ২০১৯/প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন