Sylhet View 24 PRINT

প্রাণের উচ্ছাসে নাট্যমঞ্চের ত্রিশে যাত্রা উদযাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৮ ০০:৫০:৫১

সিলেট :: সিলেটের প্রতিশ্র“তিশীল নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট এর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ত্রিশবছর যাত্রা উপলক্ষ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানলামা।

বিকেল সাড়ে ৪টায় নাট্যমঞ্চে নাট্যকর্মীদের পরিবেশনায় আবৃত্তি ও গানের মধ্য দিয়ে শুরু হয় ত্রিশ বছরে যাত্রা অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টায় মূল আনুষ্ঠানিকতা পর্বে মঞ্চে ত্রিশটি মঙ্গলপ্রদীপ প্রজ্জলন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস, বিশিষ্ট আবৃত্তি শিল্পী মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু।

নাট্যমঞ্চ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার এবং জান্নাতুল নাজনীন আশার যৌথ পরিচালনায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন শেষে নাট্যমঞ্চকে শোভাশিষ জানিয়ে অতিথিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সিলেটের সাংস্কৃতিক অঙ্গন অত্যন্ত সমৃদ্ধশালী। যুগ যুগ ধরে এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তারা বলেন, নাট্যমঞ্চ সিলেট মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তাদের গৌরবময় পথ পরিক্রমায় সিলেটের নাট্য ও সংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধি করেছে। বক্তারা সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে উন্নত বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করবে বলে প্রত্যাশা করেন।

রাত সাড়ে ৯টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নাট্যমোদী দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠান পরিবেশন করেন নাট্যমঞ্চ সিলেট, ছন্দ নৃত্যালয়, একাডেমী ফর মনিপুরী কালচার এন্ড আর্টস, একদল ফিনিক্স, নগরনাট, দিক থিয়েটার, লিটল থিয়েটার, মৃত্তিকায় মহাকাল।

প্রত্যেকটি দলের হাতে পর্যায়ক্রমে উৎসব স্মারক তুলে দেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুনির্মল কুমার দেব মীন, কবি এ কে শেরাম, নাট্য সংগঠক খোয়াজ রহিম সবুজ, সংবাদকর্মী প্রত্যুষ তালুকদার, নাট্য সংগঠক সুপ্রিয় দেব শান্ত, ফারজানা সুমী প্রমুখ। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে নাট্যমঞ্চ সিলেটের ত্রিশ বছরে যাত্রা অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।

সিলেটভিউ২৪ডটকম/৮ ডিসেম্বর ২০১৯/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.